শিরোনাম

শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ

স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এর নেতৃত্বে বিসিএস কার্যনির্বাহী কমিটি এবং বিসিএস সদস্যরা রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

১৫ আগস্ট মঙ্গলবার সকালে পুষ্পার্ঘ্য অর্পণের সময় বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিসিএস ইনোভেশন সেন্টারে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

শোক দিবস উপলক্ষে বিসিএস কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

আরও দেখুন

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন রেড ক্রিসেন্ট’র নবনিযুক্ত চেয়ারম্যান

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *