অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয়ে সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিবাহী পরিচালক (রুটিন দায়িত্ব) জনাব রশিদুল হাসান মহোদয়ের সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ ও নির্মাণ কাজের বিষয়ে বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মো: এহছানুল হক, বিশেষ অতিথি জনাব মো: হাফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব), পিপিপি কর্তৃপক্ষ এবং জনাব মো: সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয় উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব এ এইচ এম এস আকতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্ট, প্রকল্পের কার্যক্রম ও নির্মাণ কাজের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান যে বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫%। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান FDEE এর শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতায় এ প্রকল্পে চাইনিজ দুটি ব্যাংক হতে ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে বিধায় হাতিরঝিল এলাকায় প্রকল্পের কাজ সীমিত পরিসরে চলমান রয়েছে।সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রকল্প যথাযথ সময়ে সম্পন্ন করার জন্য বিভিন্ন মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ২টি পিপিপি প্রকল্প, যথাক্রমে ঢাকা বাইপাস পিপিপি প্রকল্প এবং রামপুরা-আমুলিয়া পিপিপি প্রকল্পের কার্যক্রম ও সমস্যা সম্পর্কে উভয় প্রকল্পের প্রকল্প পরিচালকগণ প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।
উপস্থাপনা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি রেল ক্রসিং সংলগ্ন এলাকায় সরেজমিনে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মো: এহছানুল হক, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব মো: হাফিজুর রহমান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জনাব মো: সাইফুল্লাহ পান্না, সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিবাহী পরিচালক (রুটিন দায়িত্ব) জনাব রশিদুল হাসান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান সহ সংস্লিষ্ট সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।