কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইউরোপের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডস। সোমবার আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই দুদল খেলেছে সমানে সমান, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর নেদারল্যান্ডসের চেয়ে আক্রমণ বেশি করেছে সেনেগালই। কিন্তু গোলের দেখা পায়নি সাদিও মানেহীন আফ্রিকান দেশটি। উল্টো শেষ দিকে দুই গোল করে ম্যাচটি নিজেদের করে নিয়েছে ডাচরা।
ম্যাচের ৮৪তম মিনিটে প্রথম গোলটি করেন কডি গাকপো। গোলটির জোগানদাতা ছিলেন বার্সা তারকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং। যোগ করা সময়ের শেষ মুহূর্তে আরো একটি গোল পায় নেদারল্যান্ডস। সেই গোলটি এসেছে ডেভি ক্লাসেনের পা থেকে।(সূত্রকালেরকন্ঠ)