শিরোনাম

সোনালী ব্যাংকের গ্রাহক চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন।

যে সকল সুবিধা গ্রাহক পাবেনঃ

১. কোন চেক লাগবে না
২. কোন চার্জ নেই
৩. সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন
৪. ২ মিনিটেই ক্যাশ হাতে
৫. সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই

যা থাকা লাগবেঃ
১. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স মোবাইল এ ইন্সটল থাকতে হবে।

কিভাবে টাকা উত্তোলন করবেনঃ
১. সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে।
২. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার করে ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন।
৩. এখন QR code স্কান করে ক্যাশ আউট করুন।
৪. ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার।

ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ গ্রহন করুন।

ছবিঃ ১.QR code. প্রত্যেক ব্রাঞ্চ এ এই রকম কিউআর কোড দেখতে পাবেন।

আরও দেখুন

জনতা ব্যাংকের নতুন পরিচালক মোঃ ওবায়দুল হককে ব্যাংকের চেয়ারম্যানের শুভেচ্ছা

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং এনআরবিসি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওবায়দুল হক জনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *