শিরোনাম

সোনালী ব্যাংকের সাথে ট্যুরিজম বোর্ডের চুক্তি

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আওতাধীন ট্যুর অপারেটরদের থেকে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির ফলে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে ট্যুর অপারেটররা তাদের বিভিন্ন ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

১৫ সেপ্টেম্বর, রবিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, আগানগর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাঁদনী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *