শিরোনাম

সোলার মিনিগ্রিড হতে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সোলার মিনিগ্রিড হতে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান্। বিদ্যুৎ বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ এর আওতাধীন বিভিন্ন সংস্থা/কোম্পানি, ইডকল, সোলার গ্রিড এসোসিয়েশন ও বিভিন্ন সোলার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধানগন ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫টি মিনিগ্রিড কোম্পানির সাথে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও গ্রিন হাউজিং এন্ড এনার্জি লিঃ এর মধ্যে কুতুবদিয়া, কক্সবাজারে অবস্থিত সোলার মিনিগ্রিড বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও দেখুন

বন্যা দুর্গতদের সহায়তায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ১ (এক) কোটি টাকার সহায়তা প্রদান

দেশের চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *