সোশ্যাল ইসলামী ব্যাংকে আসছে আরও ২২টি উপশাখা

ব্যাংকিং সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দোরগোড়ায় পৌঁছে দিতে সোশ্যাল ইসলামী ব্যাংক দেশব্যাপী উপশাখা খুলছে।

ইতোমধ্যে ১২৩টি উপশাখা খোলা হয়েছে। চলতি মাসে আরও ২২ টি উপশাখা খোলা হচ্ছে।

আখাউড়ায় কসবা, সিরাজগঞ্জে শেরপুর, বগুড়ায় নন্দীগ্রাম, ময়মনসিংহে ফুলবাড়িয়া, ঢাকার গুলিস্তান, মেরাদিয়া, ওয়ারি, বেরাইদ ও রানাভোলা, কেরানীগঞ্জে শুভাঢ্যা, নাটোরের চাঁচকৈড়, দিনাজপুরের পাকেরহাট, গাজীপুরের সালনা, নড়াইলে চাচুড়ী বাজার, রংপুরে ধাপ, গাইবান্ধায় রাণীগঞ্জ, কিশোরগঞ্জে সরারচর ও মিঠামইন, কুমিল্লায় মলয় বাজার, বরিশালে বাকেরগঞ্জ, জামালপুরে ইসলামপুর এবং চট্টগ্রামে চাতুরীতে উপশাখাগুলো খোলা হবে।

আরও দেখুন

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি-

  ফোনটিতে রয়েছে অত্যাধুনিক লাইভ ফটো, এআই ক্লিয়ার, বেস্ট ফেস ও জেনারেটিভ এআই।   আর্টিফিসিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *