স্বাস্থ্য অধিদপ্তর এবং USA ভিত্তিক সংস্থা USAID ও Save the Children কর্তৃক ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন।
USA থেকে আগত পরিদর্শন টিমের সাথে ছিলেন বাংলাদেশে কর্মরত USAID, Save the children এর কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে তারা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ, শরীয়তপুর এর প্রশংসা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সটিকে একটি আদর্শ তথা মডেল উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা বলে উল্লেখ করেন এবং এগিয়ে যাবার এই পথ চলায় তাদের সার্বিক সহযোগিতা বজায় রাখবেন বলে জানান।