স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, মন্ত্রীত্ব গ্রহণের পর প্রথমবারের মত গত ৭ ফেব্রুয়ারি, বুধবার স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শন করেন।
এসময় তিনি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মন্ত্রী বলেন “চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একসাথে কাজ করতে হবে।” সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।
এসময় কর্মস্থলে চিকিৎসা কর্মীদের নিগ্রহের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি কোন রোগী ভুল চিকিৎসা পেলে উপযুক্ত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জড়িত ব্যক্তির শাস্তি নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এসময় তার সাথে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়গণও উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ , স্বাস্থ্য অধিদপ্তরের সকল পরিচালকবৃন্দ।