স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং দেশব্যাপী শেখ রাসেল স্ক্যানু উদ্বোধন করেন।
একই সাথে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে আইভিএফ সেন্টার এবং সকল ধর্মের মৃতদেহ ধৌত করনের কেন্দ্র অন্তিম যাত্রা এবং এম্বুলেন্স গুলোকে সমন্বিত ভাবে সেবা দেওয়ার জন্য একটি অ্যাপস উদ্বোধন করেন এবং ঢাকা মেডিকেলের সামগ্রিক পরিদর্শন করেন।
মন্ত্রী মহোদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ঢাকা মেডিকেলের সকল কর্মচারী কর্মকর্তৃবৃন্দ মন্ত্রী মহোদয়ের এই সফরে আনন্দিত এবং গর্বিত।
শেখ রাসেল স্ক্যানুর মাধ্যমে পুরা দেশের অসুস্থ নবজাতকরা ভালো চিকিৎসা পাবে এবং সুস্থ হয়ে উঠবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আগামী দিনগুলোতে জনগণকে আরো বেশি সেবা দেবার জন্য অঙ্গীকারবদ্ধ।