শিরোনাম

২০ তম বিডিসি- আইইউবিএটি প্রি ওয়ার্ল্ড এর উদ্বোধন কাল

আগামীকালকাল (১২ অক্টোবর)  থেকে শুরু হতে যাচ্ছে ২০ তম বিডিসি- আইইউবিএটি প্রি ওয়ার্ল্ড বিতর্ক প্রতিযোগিতা ২০২৩। বাংলাদেশ বিতর্ক কাউন্সিলের সহযোগিতায়  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে  (আইইউবিএটি) এই বিতর্ক প্রতিযোগিতাটি  আয়োজন করতে যাচ্ছে ডেবেটিং ফোরাম অফ আইইউবিএটি।

কাল (বৃহস্পতিবার)   ভিন্ন ভিন্ন গ্রুপের বিতর্কের বাছাই পর্ব দিয়ে প্রতিযোগিতারউদ্বোধন করা হবে । আগামী শনিবার (১২ অক্টোবর  ) গ্র্যান্ড ফিনালের মাধ্যমে প্রতিযোগিতার শেষ হবে।এই  প্রতিযোগিতা থেকে বিজয়ী দলের জন্যে থাকবে ওয়ার্ল্ড বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ। এবারেরবিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্যে ৬৬ টি দল এই প্রি ওয়ার্ল্ডসপ্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার প্রথমদিন সারাদেশ থেকে আসা প্রায় ৪৫০জন  শিক্ষার্থী এই আয়োজনে উপস্থিত  থাকবেন।প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (প্রি-ওয়ার্ল্ডস)বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল (বিডিসি) দ্বারা প্রতি বছর আয়োজিত একটি প্রধান বিতর্ক প্রতিযোগিতা।সারাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ গ্রহণ করে থাকে।

আরও দেখুন

ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিত জেসাপ মুটে’র আন্তর্জাতিক পর্বে ইস্টার্ন ইউনিভার্সিটি’র সাফল্য

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর আন্তর্জাতিক পর্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *