ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।
আজ (২৫ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা নিয়ে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।তিনি আরও বলেন, ফার্মেসি বন্ধ রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা রাখা প্রয়োজন। ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এমন কিছু বলে থাকে তা আলোচনা করেই সুরাহা করতে হবে।
এর আগে গত ২২ আগস্ট প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন এলাকায় কোন প্রতিষ্ঠান কখন খোলা থাকবে তা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়।