৪১তম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত বিমান কর্মকর্তাদেরকে সংবর্ধনা প্রদান

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ কর্মরত ১২ জন কর্মকর্তা বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক গৃহীত ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগ লাভ করেছেন। ২৩ এপ্রিল ২০২৪ তারিখ বিমান এর প্রধান কার্যালয় বলাকায় ৪১তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিমান কর্মকর্তাগণকে সংবর্ধনা প্রদান করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) জনাব শফিউল আজিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিমান এর পরিচালকবৃন্দ ও উর্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমান এর পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্মসচিব) জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে শুভেচ্ছা জানান এবং কর্মক্ষেত্রে সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার উপর জোর দেন। তিনি বলেন, প্রতিষ্ঠান থেকে দক্ষ কর্মীদের চলে যাওয়া নিঃসন্দেহে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ডের উপর বিরূপ প্রভাব ফেলে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে থাকে, এটি তার প্রকৃষ্ট উদাহরণ। প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে এ ধরনের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ৪০, ৪১ ও ৪৩ তম বিসিএস-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা পররাষ্ট্র, প্রশাসন, শুল্ক ও অবগারি, কর, গণপূর্ত সহ বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগ লাভ করেছেন।

আরও দেখুন

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি-

  ফোনটিতে রয়েছে অত্যাধুনিক লাইভ ফটো, এআই ক্লিয়ার, বেস্ট ফেস ও জেনারেটিভ এআই।   আর্টিফিসিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *