ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের আওতায় ২৭ তম “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” ১ম ধাপে (৪৪ জেলা ও ৮টি সিটি কর্পোরেশন) আগামী ২২-৩১ জানুয়ারী ২০২৩ সময়কালীন, ৫-১৬ বছর বয়সী শিশুদের মাঝে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে কৃমি নাশক ঔষধ সেবন করতঃ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে।
১৭ জানুয়ারী ২০২৩, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে নতুন স্বাস্থ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজনেঃ ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা ,স্বাস্থ্য অধিদপ্তর।