শিরোনাম

ন্যাশনাল ব্যাংক পিএলসি’র বরিশাল শাখার উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক পিএলসি’র বরিশাল শাখার উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় “তারুণ্যের উৎসব ২০২৫”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য সচিব, ব্যবসায়ী ও সমাজসেবক জনাব জিয়াউদ্দীন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত গ্রুপ এর পরিচালক জনাব তন্ময় দে এবং বরিশালের আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিল্লাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু মুসা, ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট, বরিশাল শাখা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, নানাবিধ শ্রেণি-পেশার মানুষ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে ন্যাশনাল ব্যাংকের বহুমুখী সেবা ও সর্বাধুনিক প্রোডাক্টসমূহের বিস্তারিত উপস্থাপনা করা হয়। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আমানত সংগ্রহ, ঋণ কার্যক্রম, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঞ্চয়ের অভ্যাসে উদ্বুদ্ধ করা এবং ব্যাংকিং সেবায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের দিকনির্দেশনাও প্রদান করা হয়।

আরও দেখুন

জামালপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গত মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫ খ্রি.) জামালপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *