শিরোনাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যাত্রীসেবার উন্নয়ন ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট নিয়োগ প্রদান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চলমান যাত্রীসেবার উন্নয়ন ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট নিয়োগ প্রদান করা হয়েছে। আজ ১৮ এপ্রিল ২০২৪ তারিখে বিমান প্রধান কার্যালয়, বলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টদের নিয়োগপত্র প্রদান করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম (অতিঃ সচিব)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক গ্রাহক সেবা জনাব মো: মতিউল ইসলাম চৌধুরী (যুগ্মসচিব) এর সঞ্চালনায় পরিচালিত উক্ত অনুষ্ঠানে বিমান এর পরিচালকবৃন্দ সহ বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যাত্রীসেবার ক্রমাগত উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সক্ষমতা বৃদ্ধিতে নতুন নিয়োগ প্রাপ্ত গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, জনাব শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর দায়িত্ব গ্রহণ করার পরে অদ্যবধি গত এক বছরে বিমান এর বিভিন্ন পদে ১১০০ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং ৫৫০ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সক্ষমতা বৃদ্ধির জন্য আনুমানিক ১০০০ কোটি টাকার ইক্যুইপমেন্ট ক্রয় করা হয়েছে।

আরও দেখুন

১৫তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৪-এ অংশ নিচ্ছে সাইনেস্ট

১৫তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৪ এক্সপো-তে মেডিকেল টেকনোলজি সল্যুশনস সরবরাহকারী প্রতিষ্ঠান সাইনেস্ট-এর অত্যাধুনিক মেডিকেল গ্রেড মনিটর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *