শিরোনাম

তোমার ভালোবাসায় বাঁচি

“ তোমার ভালোবাসায় বাঁচি”
প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন

তোমাকে অজস্রবার অসংখ্য রূপে ভালোবাসি
কখনো মনে হয় তুমি নীল আকাশ
তাই নীল আকাশ ভালোবাসি
কখনো মনে হয় তুমি উত্তাল ঢেউ
তাই সাগরকে ভালোবেসে অবগাহন করি
কখনো মনে হয় বুক বেয়ে উঠা অভিমান
তাই মেঘের রাজ্যেও বিচরণ করি,মেঘকে ভালোবাসি
কখনো তুমি অঝোর বৃষ্টি যেন
তাই আবেগে ভিজতে ও ভিজাতে ভালোবাসি
কখনো মনে হয় তুমি প্রশান্তির হাওয়া
তাই বসন্তকে ভালোবাসি
কখনো মনে হয় তুমি শিল্পীর আঁকা নিখুঁত ভাস্কর্য
তোমার ভাস্কর্যের রূপ ঠিকঠাক দেব বলে তাই আমি হতে চাই শিল্পী
কখনো মনে হয় তুমি অনবদ্য কবিতার পান্ডুলিপি
তাই তো সময়ে অসময়ে কবিতা লিখতে ভালোবাসি
তোমার দীপ্তিময়,স্নিগ্ধতায় পরিপূর্ণ উপস্থিতিকে
স্মরণ করে আমি জ্যোৎস্নাকে এত ভালোবাসি
তোমার চুলের অতুলনীয় গন্ধের কথা ভেবে
ফুলকে ভালোবাসি,বৃষ্টিস্নাত সুধা মাটির গন্ধ শুকি !
তোমাকে অজস্রবার অসংখ্যরূপে ভলোবাসি
কখনো মনে হয় তুমিই জীবন
তাই বেঁচে থাকতে ভালোবাসি।

আরও দেখুন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ এর বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

গত ১৬/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি- ৪ এর  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *