‘বিল্ড ফর দ্য ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে লিন্ডে বাংলাদেশ লিমিটেড সিলেটে শুরু করেছে হার্ড গুডস রিসেলার কনফারেন্স ২০২৩। সিলেটের পর রাজধানীর মিরপুর, তেজগাঁও, পোস্তগোলা, এবং টিপু সুলতান রোডে চলবে এই সম্মেলন।
অনুষ্ঠান সম্পর্কে লিন্ডে বাংলাদেশে লিমিটেড-এর হেড অব সেলস (হার্ডগুডস) আবুল কালাম আজাদ বলেন, “দ্য হার্ড গুডস রিসেলার সম্মেলন লিন্ডে বাংলাদেশ-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্টগুলোর মধ্যে অন্যতম। রিসেলাররা এই হার্ড গুডস ব্যবসার কেন্দ্রবিন্দু, তাই এই ইভেন্টের মাধ্যমে বছরের পর বছর আমাদের রিসেলারদের ক্রমাগত অবদানগুলোকে স্বীকৃতি ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
হার্ড গুডস রিসেলার সম্মেলন ২০২৩ দুটি অংশে অনুষ্ঠিত হবে। প্রথমটি রমজানের আগে এবং অপরটি ঈদুল ফিতর-এর পর অনুষ্ঠিত হবে।