শিরোনাম

ব্যাংকার্স স্পোর্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টে জনতা ব্যাংক চ্যাম্পিয়ন

ব্যাংকার্স স্পোর্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সরকারি ও রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মোট ৮টি দল নিয়ে আয়েজিত ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে জনতা ব্যাংক পিএলসি’র দল ‘টিম জেবি’ সোনালী ব্যাংক পিএলসি’র দল ‘সোনালী টাইগার্স’কে ১২৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় মাঠে জনতা ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপি, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক প্রসূন বিশ্বাস, সদস্য সচিব মোঃ রাসেল শিকদারসহ অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেছেন।
এছাড়া উক্ত টুর্নামেন্টে অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক লিঃ এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর একটি করে দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংকের মাহবুব টিপু। সেরা বোলার হয়েছেন সোনালী ব্যাংকের পলাশ, সেরা ব্যাটার এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন জনতা ব্যাংকের রোমান।

আরও দেখুন

এআইইউবি-কে হারিয়ে পিএমসিসি চ্যাম্পিয়ন শান্ত-মারিয়াম

তরুণদের উদ্দীপনা, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ এবং ইস্পোর্টস সংস্কৃতির বিকাশকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *