শিরোনাম

JRC Memorial Civil Engineering Contest: CEnovus 1.0”-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইজ্ঞিনিয়ারিং বিভাগের চমকপ্রদ সাফল্য

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP) আয়োজিত “জামেলুর রেজা চৌধুরী (JRC) মেমোরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং কনটেস্ট: CEnovus 1.0”-এ অংশ নিয়ে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহকে পেছনে ফেলে গৌরবজনক সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ।

BUET, KUET, RUET, DUET, ঢাকা বিশ্ববিদ্যালয়, BSMRSTU, BAUET, নর্থ সাউথ ইউনিভার্সিটি, AUST, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি, BUBT, IUBAT, UITS, UAP সহ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিযোগীদের মধ্য থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অটোক্যাড প্রতিযোগিতায় ৩য় স্থান এবং কুইজ বাজ ইভেন্টে ২য় স্থান অর্জন করে।

কুইজ বাজ ইভেন্টে মোঃ সুলতান মাহমুদ ও মোঃ শহিদুল ইসলাম যুগ্মভাবে ২য় স্থান অর্জন করেন। অন্যদিকে, মশিউর রহমান অটোক্যাড প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ৩য় স্থান অধিকার করেন।

এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যক্তিত্ব ড. এম. শামীম জামান বসুনিয়া, যিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিযোগীদের সাফল্যের পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান এবং লেকচারার ফারজানুল ইসলাম হিমেল, যাঁরা নিবিড় পর্যবেক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সার্বিক সহায়তা প্রদান করেন।

এই কৃতিত্ব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রমবর্ধমান অগ্রগতি ও মানসম্পন্ন শিক্ষার প্রতিফলন, যা ভবিষ্যতের প্রতিযোগিতায় অংশগ্রহণে আরও উদ্দীপনা সৃষ্টি করবে।

আরও দেখুন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি পালিত

সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগ্রত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *