শিরোনাম

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের ব্যাপারে তিতাসের জিরো টলারেন্স’

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ঢাকা জেলার খিলগাও থানাধীন নন্দীপাড়া গোলাবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকার আশেপাশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এর নেতৃত্বে এবং তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সর্বাত্মক সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৪০টি বাড়ির ১২০টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ২,৫২০ সিএফটি অবৈধ গ্যাসের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। এসময় ৪টি ডাবল বার্নারের চুলাও জব্দ করা হয়। এছাড়া দুইটি ওয়াশিং প্লান্ট এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় ১ ইঞ্চির সার্ভিসটি ডাউন দিয়ে সংযোগ দুটি কিল করা হয়। এতে ঘন্টা প্রতি ১২০০ সিএফটি অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। অভিযানে ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। এছাড়াও আবাসিক শ্রেণির একজন অবৈধ গ্রাহককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

এছাড়া, জোবিঅ-টাংগাইল, আবিবি-চন্দ্রা-এর সহযোগিতায় একই দিনে হিজলতলী, কালিয়াকৈর, গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ২টি স্পটের মোট ৫০টি আধাপাকা বাড়ি ও ২টি ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ করা হয় ও অবৈধ সরঞ্জামসমূহ জব্দ করা হয়। এতে মোট ৪৬টি অবৈধ চুলার বিপরীতে ঘন্টাপ্রতি ৯৬৬ ঘনফুট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়েছে। এসময় ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৭০ ফুট পাইপলাইন ও ১ ইঞ্চি ব্যাসের ১০ ফুট পাইপলাইন সহ সর্বমোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও, গত ০৪/০২/২০২৫ তারিখে নরসিংদী শহরের বাগদী এলাকায় মোঃ ইয়ারব সম্পূর্ণ অবৈধ,আ: রহমান গ্রাহক সংকেত ১৩৬২২৫৩১(কমিশনিং হয় নাই) এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া বাগ হাঁটা এলাকার শাহাবুদ্দিন গ্রাহক সংকেত ১৩৬৭৬৭৪ ও নুরুল আমিন সরকার ১৩৬১৪৫১২ অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করায় এবং উক্ত এলাকার আয়নাল হক গ্রাহক সংকেত ১৩৬২০৯২০(কমিশনিং হয় নাই) গ্যাস ব্যবহার করায় বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৭৮টি শিল্প, ১০০টি বাণিজ্যিক ও ২২,০৭২টি আবাসিকসহ মোট ২২,৩৫০টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫০,৫৭২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১১০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

 

আরও দেখুন

বেবিচক চেয়ারম্যান এর সাথে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভিয়েতনাম রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং (NGYUYEN MANH COUNG) বাংলাদেশ বেসামরিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *