গত কাল রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম ঢাকা ক্যাম্পাস বিবিএ ২৪ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও গেটটুগেদারের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে সবাই আনন্দিত কারণ প্রায় এক যোগ পর সকল বন্ধুূদের সাথে দেখা হয় এবং একে অন্যের সাথে কুশলাদি বিনিময় হয়।
ইফতার শেষে এক চায়ের আড্ডায় সবাই সবার বর্তমান কর্ম নিয়ে আল্লহর নিকট সন্তুষ্টি প্রকাশ করেন এবং আইআইইউসি পরিবারকে ধন্যবাদ জানাই, তারা আরো বলে আইআইইউসির সকল ছাত্ররা যার যার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ ভাল আছে।
তারা আরো বলে এই ভাবে মাঝে মাঝেই এ রকম প্রোগ্রাম করবে এবং একটি কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সবার সাথে যোগাযোগ বাড়ানো হবে।
সবশেষে আয়োজক বন্ধুদের ধন্যবাদ দিয়ে প্রোগ্রাম শেষ করা হয়।