শিরোনাম

আজ যেসব এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের কাজের জন্য আজ বৃহস্পতিবার কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জের গোদনাইল, এনায়েতনগর, বৌবাজার, লাকীবাজার, হাজীগঞ্জ, ওয়াপদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশপাশের এলাকা এবং হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড, পঞ্চবটী, মাসদাইর, ইসদাইর, চাষাঢ়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা, ইদ্রাকপুর, ভুঁইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা, ঢাকা ম্যাচ, শ্যামপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সূত্র: কালের কণ্ঠ।

আরও দেখুন

এবার আগারগাঁওয়ের অফিসপাড়ায় জনবহুল আবাসিকের প্রস্তাব

রাজধানীর আগারগাঁওয়ের অফিসপাড়ায় জনবহুল আবাসিক এলাকা করার উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এ লক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *