পরিমনি রাজের বিয়ের এক বছর না ঘুরতেই ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরিমনির সঙ্গে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শরিফুল রাজের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেল।। আর এ ইঙ্গিত দিয়েছেন পরিমনি নিজেই।
শুক্রবার রাত ১২ঃ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত একাউন্টে দেওয়া পরীমনির এক স্ট্যাটাসে এমনটাই আবাস পাওয়া গেছে। আরো জানা গেছে তার আগে রাত সাড়ে আটটার দিকে সন্তান রাজ্য কে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরিমনি।
পরিমনির করা পোস্টে তিনি লেখেন-
হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান!
আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে ।
জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই ।