বাংলাদেশের স্বনামধন্য বিশ্বস্ত নির্মাণ প্রতিষ্ঠান এবিসি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এবিসি রিয়েল এস্টেট লিঃ এবং সুবিখ্যাত ইস্পাহানি গ্রুপের প্রতিষ্ঠান দি ফ্রী স্কুল স্ট্রীট প্রপার্টি লিঃ এর যৌথ উদ্যোগে ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারের ঐতিহ্যবাহী ইস্পাহানি কলোনিতে একটি অত্যাধুনিক গেটেড কমিউনিটি আবাসিক প্রকল্প নির্মাণকল্পে সম্প্রতি বনানীর এবিসি হাউজে প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
“দ্য অর্চার্ড অ্যাট ইস্পাহানি কলোনি” নামের এ আবাসন প্রকল্পটি আধুনিক নগর জীবনের চাহিদা ও সবুজ পরিবেশকে সবিশেষ বিবেচনায় রেখে নকশা করেছেন প্রখ্যাত স্থপতি মোঃ ফয়েজ উল্লাহ। ১৪৩ টি প্রিমিয়াম এ্যাপার্টমেন্ট, পর্যাপ্ত কার পার্ক ও প্রায় ২০ টি লাইফস্টাইল সুবিধা সমন্বিত একটি রিসোর্ট-এর মতো পরিবেশে নাগরিক জীবনের সব ধরণের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে এই প্রকল্পে।
এবিসি’র চেয়ারম্যান জনাব সুভাষ চন্দ্র ঘোষ ও ইস্পাহানি’র চেয়ারম্যান জনাব মির্জা সালমান ইস্পাহানী এ চুক্তি স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে এবিসি’র পরিচালকবৃন্দ জনাব রাশেদ চৌধুরী, ইঞ্জি. নাশিদ ইসলাম, শ্রাবন্তী দত্ত, ইঞ্জি, সৌগত ঘোষ, ওমর চৌধুরী, আমের চৌধুরী এবং ইস্পাহানি গ্রুপের পরিচালক জনাব মির্জা আহমেদ ইস্পাহানী সহ উভয় কোম্পানীর প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে উন্ড অঞ্চলে অত্যন্ত সফলভাবে এবং স্বল্পতম সময়ে সম্পন্ন করা হয়েছে দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনি, যা বর্তমানে ঢাকা শহরের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং সর্বোচ্চ সুবিধাসম্পন্ন গেটেড কমিউনিটি প্রকল্প। এরই ধারাবাহিকতায় “দ্য অর্চার্ড অ্যাট ইস্পাহানি কলোনি” বিক্রয় ঘোষণার সাথে সাথেই অভূতপূর্ব সাড়া পেয়েছে। আগ্রহী ক্রেতাগণ আরো বিস্তারিত জানার জন্য আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে ০১৭৫৫-৬৬০৫৫০ নাম্বারে যোগাযোগ করতে পারেন।