এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে “ব্যবসা উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের করণীয় এবং ব্যাংকের ভূমিকা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) জনাব মজিবুর রহমান প্রধান অতিথি এবং পরিচালক (সুপারভিশন) জনাব মির্জা আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজালের সভাপতিত্বে দেশের উত্তরাঞ্চলের নতুন এসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, প্রতিকূলতা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী নতুন এসএমই উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ।
‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ এর চ্যাম্পিয়ন হলো সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল, নিউজ ২৪। গত ১৮ …