বারাক ওবামা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেবেন কিনা তা নিয়ে কয়েক দিন ধরেই নানা জল্পনা ছিল। অবশেষে সব জল্পনার অবসান হলো।
ওবামার স্ত্রী মিশেল বলেছেন, “আমি আপনাকে নিয়ে গর্বিত। এই নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে।”
তবে এনবিসি নিউজ বৃহস্পতিবার জানিয়েছে, কমলাকে ব্যক্তিগতভাবে পূর্ণ সমর্থন দিয়েছেন ওবামা।
এদিকে নির্বাচনী প্রচারে নেমে প্রথম সমাবেশেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক’ হয়ে উঠেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নভেম্বরের নির্বাচনকে তিনি ‘সাবেক প্রসিকিউটর এবং দোষী সাব্যস্ত অপরাধীর মধ্যে একজনকে বেছে নেওয়ার’ লড়াই হিসেবে বর্ণনা করেছেন। থেমে নেই ডোনাল্ড ট্রাম্পও।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, কমলা একজন ‘উগ্র বামপন্থি পাগল’ যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা তা হতে দেব না।
সূত্র : বিবিসি, Kaler Kantho