২০ জানুয়ারির উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরা হয়।
এছাড়া কাপাসিয়া উপজেলায় চলমান “স্বাস্থ্য সেবায় প্রতিদিন আপনার ১ টাকা দান- বাঁচাতে পারে অসহায় মানুষের প্রাণ” কর্ম পরিকল্পনায় সকলকে অংশ গ্রহণের অনুরোধ জানিয়ে, উক্ত সভার সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, এমপি সভার মুলতুবি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব নাজমা মোবারেক, অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব।
আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার ইউএনও, ইউএইচএফপিও, ইউএফপিও, উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।