জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে কামালখান হাট ফাজিল ডিগ্রি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আক্তারুজ্জামান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ঃ অত্র মাদরাসার গভর্ণিংবডির সভাপতি আলহাজ্ব মো. আবদুর রাজজাক।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দৌড়, লংজাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদরাসার সহযোগী অধ্যাপক শাহাদাত হোসেন সুমন।