শিরোনাম

গরুর মাংসের কেজি ৫৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০!

সিরাজগঞ্জে বাজারমূল্যের চেয়ে দুই শ টাকা কম ৫৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে প্রতি শুক্রবার যমুনা নদীর ঘাট সংলগ্ন শহীদ শেখ রাসেল পার্কের সামনে এ মাংস বিক্রি করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। নিজে মাংস ব্যবসায়ী না হয়েও পবিত্র রমজানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় প্রশংসিত হচ্ছেন। গরুর মাংস ছাড়াও প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০, সোনালি ২৯০, ডিমের হালি ৩৫ ও দুধ প্রতি কেজি দুধ ৬০ টাকায় বিক্রি করেন আব্দুস সাত্তার।

জসিম উদ্দিন, রহমত আলী, বরকত উল্লাহসহ অনেকে জানান, আমরা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারে গরুর মাংস, মুরগি ও দুধের দামে ঊর্ধ্বগতি চলছে। ঠিক সেই মুহূর্তে হাজী আব্দুস সাত্তার স্বল্পমূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়ায় আমরা উপকৃত হচ্ছি।

পেশায় যমুনা নদীর বালু ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর। স্বল্পমূল্যে মাংস বিক্রির পাশাপাশি রমজানের শুরুতে শহরের ধানবান্ধী, হোসেনপুর, গয়লা-আমলাপাড়ার এলাকার চার শতাধিক অসহায় গরিব, দুস্থ মানুষের মাঝে সাহরি ও ইফতারসামগ্রী (ফুড প্যাকেজ) বিতরণ করেছেন তিনি।

এ বিষয়ে হাজী আব্দুস সাত্তার বলেন, প্রতি শুক্রবার ৪-৫টি করে গরু জবাই করা হয়। নিজের খামারের গরুর দুধ ও মুরগি চাহিদা অনুযায়ী স্বল্পমূল্যে বিক্রি করি। পুরো রমজানের প্রতি শুক্রবার এ কার্যক্রম চলবে। পবিত্র রমজানে এমন উদ্যোগ নিতে পেরে তিনি নিজেও খুশি বলে জানান এই সমাজসেবক। সূত্র:কালের কণ্ঠ

আরও দেখুন

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাষারা, নারায়নগঞ্জ, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, গুলশান, ঢাকা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *