অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৮৭ ফিলিস্তিনি নিহত এবং আরো ১৫ হাজার ২৭৩ জন আহত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮২ শিশুসহ কমপক্ষে ৪৩৬ জন নিহত হয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে প্রায় দুই হাজার ৫৫ শিশু এবং এক হাজার ১১৯ নারী রয়েছে।
৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের মাধ্যমে গাজায় সংঘাত শুরু হয়েছিল।
সেদিন হামাস গাজার সীমান্ত ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকে গাজায় ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী হামাসকে আক্রমণ করতে এবং জিম্মিদের সম্পর্কে তথ্য খুঁজে পেতে গাজায় আরো সীমিত অভিযান চালানোর কথা জানিয়েছে। সূত্র : এএফপি, আলজাজিরা, Kalerkantho.com