সোশ্যাল ইসলামী ব্যাংক- এর ২০২২ সালের চট্টগ্রাম অঞ্চলের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও প্রীতি সম্মিলনের আয়োজন করা হয় ০১ অক্টোবর চট্টগ্রামের নেভি কনভেনশন হলে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব মাহমুদুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সামছুল হক ও জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কাজী ওবায়দুল আল-ফারুক, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জনাব মোঃ আকমল হোসাইন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মোঃ তৌহিদ হোসেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব সৈয়দ মো: সোহেল, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। অনুষ্ঠানে ২০২২ সালের পদোন্নতি প্রাপ্ত চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার শাখাসমূহের সর্বস্তরের প্রায় ৬০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আরও দেখুন
অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি-
ফোনটিতে রয়েছে অত্যাধুনিক লাইভ ফটো, এআই ক্লিয়ার, বেস্ট ফেস ও জেনারেটিভ এআই। আর্টিফিসিয়াল …