পদ্মা সেতুর পর উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে আরেকটি স্বপ্নের প্রকল্প ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’, দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে নির্মিত প্রথম সুড়ঙ্গপথ।
এই টানেলের মাধ্যমে যুক্ত হবে কর্ণফুলীর দুই তীর। সাংহাইয়ের ‘ওয়ান সিটি টু টাউন’-এর আদলে গড়ে উঠবে বন্দরনগরী চট্টগ্রাম। এই টানেল দেশের দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং পর্যটনশিল্পে উন্মোচন করবে সম্ভাবনার নতুন দিগন্ত।