জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে উদ্বোধন হল হাজেরা ময়েন উদ্দিন কমিউনিটি ক্লিনিক।
স্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তরের(এইচইডি) অতিরিক্ত প্রধান প্রকেীশলী জনাব মোঃ আনোয়ার হোসেন তার মা-বাবার নামে নবনির্মিত “হাজেরা ময়েন উদ্দিন” কমিউনিটি ক্লিনিক এর ফুটিং ঢালাইয়ের শুভ সূচনা করেন।
স্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকেীশলী জনাব মো: আনোয়ার হোসেন তার পরিবারবর্গের উপস্থিতিতে উক্ত কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সার্কেল-৮ এর তত্ত্বাবধায়ক প্রকেীশলী জনাব মোঃ ইসহাক মিয়া, নির্বাহী প্রকেীশলী জনাব মাহমুদ আল আজাদ,সহকারী প্রকেীশলী মাহিন ইসলাম, উপ সহকারী প্রকেীশলী মোঃ মামুন মিয়া,DRRO মো: ছানোয়ার হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, PIO মো: সাখাওয়াত হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,সহ অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ।