শিরোনাম

জামালপুরে হাজেরা ময়েন উ‌দ্দিন ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক এর শুভ উদ্বোধন

জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে উদ্বোধন হল হাজেরা ময়েন উদ্দিন কমিউনিটি ক্লিনিক।

স্বাস্থ‌্য প্রকেীশল অ‌ধিদপ্তরের(এইচই‌ডি) অ‌তি‌রিক্ত প্রধান প্রকেীশলী জনাব মোঃ আনোয়ার হোসেন তার মা-বাবার নামে নব‌নি‌র্মিত “হাজেরা ময়েন উ‌দ্দিন” ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক এর ফুটিং ঢালাইয়ের শুভ সূচনা করেন।

স্বাস্থ‌্য প্রকেীশল অ‌ধিদপ্তরের অ‌তি‌রিক্ত প্রধান প্রকেীশলী জনাব মো: আনোয়ার হোসেন তার প‌রিবারবর্গের উপস্থিতিতে উক্ত কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সার্কেল-৮ এর তত্ত্বাবধায়ক প্রকেীশলী জনাব মোঃ ইসহাক মিয়া, নির্বাহী প্রকেীশলী জনাব মাহমুদ আল আজাদ,স‌হকারী প্রকেীশলী মাহিন ইসলাম, উপ সহকারী প্রকেীশলী ‌মোঃ মামুন মিয়া,DRRO  মো: ছানোয়ার হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, PIO মো: সাখাওয়াত হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,সহ অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময়

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *