বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত ১৫নং রশিদপুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন – আলহাজ্ব আসাদুজ্জামান চান বিএসসি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন – এ,কে,এম সরোয়ার হোসেন মিষ্টার।
উল্লেখ্য গত ২৩-০৯-২০২২ ইং রোজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত ১৫নং রশিদপুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে জেলার উচ্চপদস্ত নেতা কর্মী এবং জামালপুর সদর উপজেলার সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেনের উপস্থিতিতে সুস্থ ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হয়।
এই সম্মেলনের ফলাফল কে কেন্দ্র করে উক্ত ইউনিয়নের নেতাকর্মীরা অত্যান্ত খুশি হয়েছেন এবং সঠিক নেতা নির্বাচন হয়েছে বলে আনন্দ মিছিল করেছেন।
এই ফলাফল সম্পর্কে ইউনিয়নের রামনগর গ্রামের কালের কন্ঠের সাংবাদিক মুমিনুল ইসলাম মামুন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন খুবই উৎসবমোখর ভাবে ভোটারদের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং তিনি আরো বলেন এই পরিবর্তনটা দরকার ছিল, যোগ্যপ্রার্থী কেই ভোটাররা ভোট দিয়েছে। তাদের নিয়ে ইউনিয়নবাসী আশাবাদী।