শিরোনাম

জামালপুর সদর আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ এর সংক্ষিপ্ত পরিচিতি

আবুল কালাম আজাদ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবুল কালাম আজাদ ১৯৫৭ সালের ৭
জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন।

আবুল কালাম আজাদ ১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক। এছাড়াও তিনি জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) প্রেসিডেন্সির বিশেষ দূত, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বায়োডাইভারসিটি বিষয়ক গ্লোবাল কমিশনের কমিশনারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

আবুল কালাম আজাদ
জাপান-বাংলাদেশ বন্ধুত্বে অপরিসীম অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাপান সরকার কর্তৃক জাপানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক পদক ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার’ লাভ করেন।

আরও দেখুন

কেরানীগঞ্জের খোলামোড়া বাজার এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

  ১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিতাস গ্যাসের আওতাধীন খোলামোড়া বাজার, কেরানিগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *