শিরোনাম

টাঙ্গাইলের কমিউনিটি ক্লিনিকে ডিজিটাল সংযোজন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন অনুযায়ী জনগণের দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কমিউনিটি ক্লিনিক ও মাঠ পর্যায়ে সার্বক্ষণিক সুপারভিশন ও মনিটরিং করা, স্বাস্থ্যসেবা কার্যক্রম বেগবান করা এবং ক্লিনিকে আগত রোগীদের সেবার মান উন্নত করতে সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোকে ডিজিটালাইজেশনের অংশ হিসেবে টাঙ্গাইলের কমিউনিটি ক্লিনিকগুলোকে ডিজিটালাইজেশনে আওয়াতায় নিয়ে আসা হয়েছে।

কালিহাতি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহেদুর রহমানের প্রচেষ্টায় এটি এপ্লিকেশন বেইজড ডিজিটালাইজ হয়। এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে গুগল ম্যাপ অনুসরণ করে কমিউনিটি ক্লিনিকগুলো ভিজিট করতে পারবেন এবং অ্যাপটি সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলমান থাকবে

“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে প্রায় ১৪০০০ কমিউনিটি ক্লিনিক চলমান রয়েছে। এর মধ্যে কালিহাতি উপজেলাতেই রয়েছে ৫৪ টি এবং রয়েছে ৮ টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র। মাঠ পর্যায়ে সার্বক্ষণিক সুপারভিশন ও মনিটরিং করার জন্য ডিজিটাল পদ্ধতি অত্যন্ত প্রয়োজন ছিল। এরই প্রেক্ষিতে কমিউনিটি ক্লিনিকগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে।

আরও দেখুন

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নিউট্রিশন ক্লাব প্রতিষ্ঠিত

বিআইআইডি ফাউন্ডেশন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার (ইউএমসিআরসি) সমাজে পুষ্টির অবস্থার উন্নতির জন্য যুবকদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *