ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ‘রাজশাহী বিভাগ সমিতি, ঢাকা’ এর সদস্য আহবান করা হয়েছে। ঢাকার বুকে বিভাগের ৮ জেলার মানুষের মাঝে আন্ত: যোগাযোগ বৃদ্ধিসহ বিভাগের কল্যাণে আপনিও এ সমিতির সাথে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সদস্য হতে পারেন।
ন্যূনতম এসএসসি/সমমান পাশ যেকোনো পেশার ব্যক্তিবর্গ নির্ধারিত চাঁদা প্রদান ও সদস্য ফরম যথাযথভাবে পূরণ করে সমিতির পৃষ্টপোষক/আজীবন/ সাধারণ সদস্য হতে পারবেন।
সদস্য ফরমসহ সার্বিক বিষয়ে যোগাযোগ করতে পারেন- মো. মীর কাশিম- আহবায়ক (মোবাইল নম্বর- ০১৭০৭৫৫৭৩৮৪); নূরনবী সিদ্দিক সুইন, সদস্য সচিব ( মোবাইল নম্বর- ০১৭১১২৮১২৮৫); মোফাখখারুল ইসলাম- কোষাধ্যক্ষ-(মোবাইল নম্বর- ০১৭১৭১৫৬১৫৯)। সমিতির কার্যক্রম বিষয়ে সমিতির সদস্য-সচিব নূরনবী সিদ্দিক সুইন জানান, সরকারি-বেসরকারি পর্যায়ে রাজশাহী বিভাগের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, আছেন অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী গ্রুপ। আছেন বরেণ্য রাজনীতিবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, লেখক ও আন্তর্জাতিক পর্যায়ের কাজ করা ব্যক্তিবর্গ। দলমত নির্বিশেষে বিভাগের কল্যাণে ঢাকায় একটা প্ল্যাটফর্মের চেষ্টা। সবার উৎসাহ আছে। ভাল কিছু করার এ উদ্যোগ সফল হবে ।- সংবাদ বিজ্ঞপ্তি।
আরও দেখুন
সিএসইর ব্যবস্থাপনা পর্ষদ, শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং ট্রেকহোল্ডারদের সাথে বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনারদের মত বিনিময় সভা।
গতকাল (২১-১০-২০২৪) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ চট্টগ্রামস্থ …