প্রাইম ব্যাংক পিএলসি’রপরিচালনা পর্ষদ টানা তৃতীয়বারের (২০২৪২০২৬)মতো তানজিল চৌধুরীকে চেয়ারম্যান হিসেবেপুনঃনির্বাচিত করেছেন।
২০২০সালে তিনি প্রথমবারের মতো ব্যাংকের চেয়ারম্যান হিসেবেদায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গত দুই মেয়াদে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও প্রতিষ্ঠান থেকে প্রাইম ব্যাংক বেস্ট ডিজিটাল ব্যাংক, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক খাতে সুশাসন, লিঙ্গ বৈচিত্র্য, টেকসই উন্নয়ন, এবং সুযোগ্য নেতৃত্বসহ নানা বিষয়ে মাইলফলক বা প্রশংসা অর্জন করেছে।
তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনাপরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ এনার্জি এবং ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স খাতেরসাথে সংযুক্ত একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান, যা বাংলাদেশে গত ৪৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও তিনি যুক্তরাজ্য ভিত্তিক ডেভলপমেন্টফিন্যান্সিয়াল ইন্সস্টিটিউশন (প্রতিষ্ঠিত১৯৪৮) ব্রিটিশ ইন্টারন্যাশনালইনভেস্টমেন্ট (BII)-এরএকজন উপদেষ্টা।
তিনিদুই মেয়াদে (২০১৪-২০২১)বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি)একজন নির্বাচিত পরিচালকএবং বাংলাদেশ মার্চেন্টব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের (এসএমএমএবি)প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বও পালন করেছেন।
তানজিলচৌধুরী কিংস কলেজ লন্ডন (KLC) থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স)এমএসসি ডিগ্রী অর্জন করেছেন। তিনি একজন এসিসিএ (ACCA)অ্যাপ্লাইড স্কিল (FHEQ) লেভেল-৬কায়োলিফাইড প্রোফেশনাল।