গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ০৩ ফেব্রুয়ারী ২০২৫ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদ -এর নেতৃত্বে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন আবিবি-রুপগঞ্জ-এর সার্বিক সহযোগিতায় বরাব বাসস্ট্যান্ড সংলগ্ন এবং রুপনগর, রুপসি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘কাবাব ঘর রেস্টুরেন্ট’-এর মালিককে ২০ হাজার টাকা এবং ‘নিউ আল-মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড’-এর মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ২ (দুই) কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৫০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২” ডায়া বিশিষ্ট এবং ৩/৪” ডায়া বিশিষ্ট ১৫০ ফুট পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।
তিতাস গ্যাসের ভিজিল্যান্স শাখা( নারায়ণগঞ্জ ও সোনারগাঁও) কর্তৃক গত ০৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে পরিদর্শনে আমজাদ ডাইং লি: (গ্রাহক সংকেত: ৩০৬-০০০৩০৬, ঠিকানা: ওয়াপদা ব্রিজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ)-এর মিটারে অবৈধ হস্তক্ষেপের আলামত পরিলক্ষিত হওয়ায় জোবিঅ-ফতুল্লার প্রতিনিধির উপস্থিতিতে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া, মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ ও মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ-৪ কর্তৃক গত ০৩/০২/২০২৫ তারিখে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় বাসা-৫৩, রোড-৮, ব্লক-এ, মিরপুর-১-এ একটি আবাসিক সংযোগ পরিদর্শনকালে গ্যাস সংযোগ সংক্রান্ত কোনো কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ৩(তিন)টি দ্বি-মূখী চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বাসা-৭, রোড-৫, ব্লক-সি, মিরপুর-১ এ অপর একটি আবাসিক সংযোগ পরিদর্শনকালে গ্রাহকের স্ত্রী পরিচয়ে জনৈকা মহিলার বাঁধা প্রদর্শনের কারণে গ্রাহক সংকেতসহ চুলার তথ্য জানা যায়নি কিন্তু গ্রাহকের ভাষ্যমতে অনুমোদিত চুলা-১টি এর জায়গায় অনুমোদন অতিরিক্ত চুলা ৯টি পাওয়া যাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়াও গত ০৩/০২/২০২৫ তারিখে জোবিঅ-সাভার আওতাধীন হেমায়েতপুর , সাভার এবং খাগান, সাভার এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অনুমোদন অতিরিক্ত চুলার জন্য ০১ টি ও সম্পূর্ণ অবৈধ সংযোগ ০৮ টি সহ সর্বমোট ০৯ টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ৮৭ টি অবৈধ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৭২টি শিল্প, ৯৮টি বাণিজ্যিক ও ২২,০২২টি আবাসিকসহ মোট ২২,২১২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫০,৩৮০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১১০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।