শিরোনাম

দেশীয় প্রকৌশলী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে গ্যাস উৎপাদনে আজ বিশেষ সফলতার দিন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স সিলেট#৮ এবং কেটিএল#৭ কূপ দুটির ওয়ার্কওভার কাজ সফলভাবে শেষ করেছে। একইসাথে বাপেক্স বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১নং কূপের ওয়ার্কওভার কাজ শুরু করেছে। আশা করা যায় ডিসেম্বর ২০২২-এর মধ্যে এই কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। দেশের জ্বালানি সংকট নিরসনে বাপেক্স এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ২০২৫ সালের মধ্যে সিলেটের গ্যাস উৎপাদন ৭ গুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে জোরালোভাবে কাজ করছে

বর্তমান সরকার গত এক যুগে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করেছে। সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নকে আরো গতিশীল করতে আমাদের দৈনিক আরো প্রায় ১ হাজার এমএমসিএফ বাড়তি গ্যাস প্রয়োজন। সেই চাহিদা পূরণে আমরা দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনে নিরলস কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ২০২২-২৫ সালের মধ্যে জ্বালানি বিভাগ আরো ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খনন করবে, যেখান থেকে ৬০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস জাতীয় উৎপাদনে যোগ হবার ব্যাপারে জ্বালানি বিভাগ আশাবাদী।

আরও দেখুন

গ্রীষ্মকালীন স্বাস্থ্য বার্তা

গ্রীষ্মের শুরুতে সাধারণত: আমাদের দেশে ডায়রিয়া দেখা দেয়। নিরাপদ খাদ্য তৈরি, সংরক্ষণ, পরিবেশন এবং গ্রহণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *