প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পর নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ঋণ প্রদান করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ সরকারের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নয়জন উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ প্রদান করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত প্রকল্পটির অধীনে দু’টি ব্যাচে ৫০ জন উদীয়মান উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উদ্যোক্তাদের হাতে চেক হস্তান্তর করেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের এবং ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন।
এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে, ব্র্যাক ব্যাংক নতুন ও তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের জন্য সহজে অর্থায়নের সুযোগ নিশ্চিত করতে সবসময় সচেষ্ট। এই উদ্যোক্তা তৈরির উদ্যোগে ব্র্যাক ব্যাংককে সাথে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক-এর কাছে আমরা কৃতজ্ঞ।