জামালপুর সদর উপজেলার অন্তর্গত ৬নং নরুন্দি ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নরুন্দি স্কুল এন্ড কলেজে এ বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, সদস্য এম খলিলুর রহমান প্রমুখ।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা শ্যামল এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈন ইয়াজদানী।