শিরোনাম

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৭ম বার্ষিক সাধারণ সভা

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর “৭ম বার্ষিক সাধারণ সভা- ২০২৩” ২৮ জানুয়ারি,২০২৩ খ্রি. রোজ শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সর্ব স্তরের গ্রাহক সদস্য গণের উপস্থিতিতে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
পবিস সদর দপ্তরে গ্রাহকদের সতঃস্ফুর্ত ভাবে ১২ টি পৃথক স্টলে স্ব স্ব প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম প্রদর্শন করেন পাশাপাশি পবিস এর কার্যক্রম সহ শীতকালীন পিঠা প্রদর্শনী স্টল ছিল। ।সকল পর্যায়ের সেরা গ্রাহকদের জন্য আকর্ষণীয় পুরষ্কার, র‍্যাফেল ড্র,আকর্ষণীয় লান্স, ও লান্স পরবর্তী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১/২,নরসিংদী১/২,মুন্সীগঞ্জ,কুমিল্লা-৩,কিশোরগঞ্জ পবিসের সি./জিএম সহ নারায়ণগঞ্জ পবিস-১ এর সাবেক সি./জিএম, অত্র পবিসের সকল কর্মকর্তা/কর্মচারী, বাপবিবো’র কর্মকর্তা, সমিতি বোর্ড এর সকল এলাকা পরিচালক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সমিতির,‘সদস্য’ আহবান

ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ‘রাজশাহী বিভাগ সমিতি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *