শিরোনাম

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দলে সুযোগ পেতে যাচ্ছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দলে সুযোগ পেতে যাচ্ছেন সৌম্য সরকার ও বিশ্বকাপ দলে থাকা নাজমুল হোসেন শান্ত!

শান্তকে ব্যাকআপ ওপেনার হিসেবে বিশ্বকাপ দলে রাখলেও এখন পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। তাই ত্রিদেশীয় সিরিজে তাকে বাজিয়ে দেখার সুযোগটা হাত ছাড়া করবে না।

অন্যদিকে সৌম্য সরকার বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিং রেকর্ড চোখে পড়ার মত। কিউইদের বিপক্ষে শেষ ৫ ইনিংসের
৩টিতেই ক্লিক করেছেন সৌম্য। আর যেহেতু নিউজিল্যান্ডে দলে সাথে তাকে বয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই বুঝাই যাচ্ছে সৌম্যকেও একটা সুযোগ দেয়া হতে পারে।

আরও দেখুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাসে সফলভাবে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করেছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তঃবিভাগীয় এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের প্রতিযোগী দলগুলো অংশগ্রহণ করেছে। ব্যতিক্রমী ক্রিকেটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *