অবশেষে পরীমনির সঙ্গে বিবাহবিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন রাজ। পরীমনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি ইতোমধ্যে বক্তব্যে পরীমনিকে প্রাক্তন আখ্যাও প্রদান করেছেন।
শুক্রবার শরীফুল রাজ কালের কণ্ঠকে বলেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি।
আলহামদুলিল্লাহ… তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাঁকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি।