শিরোনাম

পরীমনির ডিভোর্সের সিদ্ধান্তে রাজ বললেন ‘আলহামদুলিল্লাহ’

অবশেষে পরীমনির সঙ্গে বিবাহবিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন রাজ। পরীমনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি ইতোমধ্যে বক্তব্যে পরীমনিকে প্রাক্তন আখ্যাও প্রদান করেছেন।

শুক্রবার শরীফুল রাজ কালের কণ্ঠকে বলেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি।

আলহামদুলিল্লাহ… তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাঁকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি।

একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।ইতোমধ্যে অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান বলে পরীমনির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তালাকনামায় পরীমনি চারটি কারণ উল্লেখ করেছেন।

কারণগুলো হলো―মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া ও মানসিক অশান্তি। মূলত এই চার কারণ উল্লেখ করেই পরীমনি রাজ বরাবর তালাকনামা পাঠিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ

আরও দেখুন

কোথায় হারালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চার সুন্দরী!

জান্নাতুল নাঈম এভ্রিল, নিশাত নাওয়ার সালওয়া, জেসিয়া ইসলাম ও রাফাহ নানজীবা তোরসা—চারজনই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *