শক্তি ফাউন্ডেশন সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫টি বন্যাদুর্গত জেলার অসহায় মানুষদের সহায়তা দিয়ে পাশে থেকেছে। সংস্থাটি বন্যা শুরু হওয়ার পর থেকেই ১ কোটি টাকার ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের আওতায় ১০ হাজারের বেশী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা, মোবাইল ক্লিনিকের মাধ্যমে ৫,৬৩০ জন মহিলা ও শিশুসহ অন্যান্যদের জরুরি স্বাস্থ্যসেবা এবং ৩৩২ জন দুর্গত মানুষকে আশ্রয় প্রদান করেছে।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বন্যা পরবর্তীকালীন পুর্নবাসনের জন্য শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মীদের ১ দিনের বেতনের সমপরিমান অর্থ ৫০(পঞ্চাশ লক্ষ) টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়। শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক এর হাতে চেকটি তুলে দেন।
এ প্রসঙ্গে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক জনাব ইমরান আহমেদ বলেন “দেশের দুর্গত জনগণের পাশে থাকার উদ্দেশ্যে ১ দিনের বেতন প্রদানের জন্য শক্তি ফাউন্ডেশনের সকল কর্মীকে ধন্যবাদ জানাই। দেশ পুনর্গঠনে এবং বন্যার্তদের পুনর্বাসনে প্রধান উপদেষ্টা ও অন্তর্বতী সরকারের সাথে একযোগে কাজ করবে শক্তি ফাউন্ডেশন”।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বন্যা পরবর্তীকালীন পুর্নবাসনের জন্য শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মীদের ১ দিনের বেতনের সমপরিমান অর্থ ৫০(পঞ্চাশ লক্ষ) টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়। শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক এর হাতে চেকটি তুলে দেন।
এ প্রসঙ্গে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক জনাব ইমরান আহমেদ বলেন “দেশের দুর্গত জনগণের পাশে থাকার উদ্দেশ্যে ১ দিনের বেতন প্রদানের জন্য শক্তি ফাউন্ডেশনের সকল কর্মীকে ধন্যবাদ জানাই। দেশ পুনর্গঠনে এবং বন্যার্তদের পুনর্বাসনে প্রধান উপদেষ্টা ও অন্তর্বতী সরকারের সাথে একযোগে কাজ করবে শক্তি ফাউন্ডেশন”।