শিরোনাম

 প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে শক্তি ফাউন্ডেশনের ৫০ লক্ষ টাকা প্রদান

শক্তি ফাউন্ডেশন সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫টি বন্যাদুর্গত জেলার অসহায় মানুষদের সহায়তা দিয়ে পাশে থেকেছে। সংস্থাটি বন্যা শুরু হওয়ার পর থেকেই ১ কোটি টাকার ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের আওতায় ১০ হাজারের বেশী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা, মোবাইল ক্লিনিকের মাধ্যমে ৫,৬৩০ জন মহিলা ও শিশুসহ অন্যান্যদের জরুরি স্বাস্থ্যসেবা এবং ৩৩২ জন দুর্গত মানুষকে আশ্রয় প্রদান করেছে।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বন্যা পরবর্তীকালীন পুর্নবাসনের জন্য শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মীদের ১ দিনের বেতনের সমপরিমান অর্থ ৫০(পঞ্চাশ লক্ষ) টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়। শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক এর হাতে চেকটি তুলে দেন।
এ প্রসঙ্গে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক জনাব ইমরান আহমেদ বলেন “দেশের দুর্গত জনগণের পাশে থাকার উদ্দেশ্যে ১ দিনের বেতন প্রদানের জন্য শক্তি ফাউন্ডেশনের সকল কর্মীকে ধন্যবাদ জানাই। দেশ পুনর্গঠনে এবং বন্যার্তদের পুনর্বাসনে প্রধান উপদেষ্টা ও অন্তর্বতী সরকারের সাথে একযোগে কাজ করবে শক্তি ফাউন্ডেশন”।

আরও দেখুন

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, আগানগর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাঁদনী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *