শিরোনাম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের সিনেমা “১৯৭১ সেই সব দিন” প্রদর্শন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থীদের আজ ১৪ সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১ টায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে “১৯৭১ সেই সব দিন” সিনেমা দেখানো হয়েছে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত “১৯৭১ সেই সব দিন” সিনেমা দেখতে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।
মাননীয় উপাচার্য বলেন, এই সিনেমাতে শুধু রণাঙ্গনের চিত্রই নয়, এর বাইরের অদেখা একাত্তরের দুর্দশা ও বর্বরতাকেও দেখিয়েছে। সম্মানিত রেজিস্ট্রার বলেন, এই সিনেমায় যে আবেগ তৈরি হয়েছে, তাতে চোখে অজান্তেই পানি চলে আসছে।
শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে ১৯৭১-এর চেতনায় উজ্জীবিত করতে এই ধরনের সিনেমা বেশী বেশী দেখা উচিত এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জেনে সোনার বাংলা গড়ে তুলতে হবে।

আরও দেখুন

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর উদ্বোধন অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর শুভ উদ্বোধন ১৭ ফেব্রুয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *