শিরোনাম

“প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লীগ ২০২৪” অনুষ্ঠিত।

“প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লীগ ২০২৪”এক রোমাঞ্চকর ফাইনালের মাধ্যমে শেষ হলো, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মনোমুগ্ধকর মুহূর্ত উপহার দিয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের আয়োজিত এই টুর্নামেন্টটি গত ১০ নভেম্বরে উদ্বোধন হয় এবং ১১ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হয়। এই দুইদিন ব্যাপি খেলোয়াড়েরা তাদের ক্রীড়া দক্ষতা ও দলগত চেতনার প্রদর্শন করেছে যা দর্শকদের মুগ্ধ করে রেখেছিল।

ফাইনাল ম্যাচে, এলামনাই রয়্যালস শিরোপা জিতে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তারা ইংলিশ জায়ান্টস – এর বিরুদ্ধে কড়া প্রতিযোগিতা করে এবং জয় ছিনিয়ে আনে।
পরবর্তিতে ১৪ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন্ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের ডিরেক্টর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর বেলিম, ক্লাব এডভাইজার প্রফেসর ড. এ.এস.এম. শিহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল এডভাইজার ড. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোঃ সাকির হোসেইন সহ বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, হেড এবং ফ্যাকাল্টিবৃন্দ।
সকল দলের অধিনায়কগণ এবং স্পোর্টস ক্লাবের সদস্যরা খেলোয়াড়দের সাথে মিলিত হয়ে টুর্নামেন্টের সফলতার উদযাপন করেন।
টুর্নামেন্টে ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র মোঃ কাউসার মিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় l তার অসাধারণ পারফরম্যান্স তাদের দলের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ।
এছাড়াও, সেরা গোলকিপার, গোল্ডেন বুট, বেস্ট ডিফেন্ডার, বেস্ট প্লে মেকার, গোল্ডেন বয় এবং পুসকাস অ্যাওয়ার্ডের মতো অন্যান্য পুরস্কারও দেয়া হয়, যা সারা টুর্নামেন্ট জুড়ে ক্রীড়াসুলভ মনোভাব এবং ব্যক্তিগত কৃতিত্বকে সম্মান জানায়।
গেমস এন্ড স্পোর্টস ক্লাব সভাপতি আহসান হাবিব সিমান্ত টুর্নামেন্টের সফলতা সম্পর্কে গর্ব প্রকাশ করে বলেন, “প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লীগ ২০২৪” আয়োজন করতে পেরে আমরা সম্মানিত। প্রতিটি খেলোয়াড় ও সমর্থকের নিষ্ঠা এই টুর্নামেন্টকে স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছে।”
প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লীগ ২০২৪ শেষ হলেও, শিক্ষার্থী ও অতিথিরা আগামী বছরের টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছেন, যেখানে এবছরের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতা, ঐক্য এবং অধ্যবসায়ের চেতনা যা এই লীগের মাধ্যমে উদ্ভাসিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় কমিউনিটির মাঝে অটুট থাকবে।

আরও দেখুন

বাংলাদেশের হয়ে বিকেএসপির এ্যাথলেটদের সাফল্য

ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ৪র্থ সাইথ এশিয়ান জুনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *