শিরোনাম

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইড  

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ ১,২০০ এরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড। বন্যাদুর্গতদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই সময়োপযোগী উদ্যোগটি বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসের অধীনস্থ ইউএই এইড অফিস থেকে সরাসরি সমন্বয় করা হচ্ছে।

এ উদ্যোগের আওতায় প্রতিটি পরিবার ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবণ এবং প্রয়োজনীয় মসলার প্যাকেটসহ মোট ৭১ কেজি ওজনের ত্রাণ প্যাকেজ পেয়েছে। এই প্যাকেজটি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাজানো হয়েছে। স্থানীয় জনসাধারণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ইউএই’র প্রতিনিধিরা ইউএই এবং বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্ব ও সংহতির দৃঢ় বন্ধন তুলে ধরেছেন এবং বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তার জন্য ইউএই’র ভ্রাতৃত্বপূর্ণ প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন

আরও দেখুন

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সমিতির,‘সদস্য’ আহবান

ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ‘রাজশাহী বিভাগ সমিতি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *